03/16/2025 অবশেষে মনিরামপুরে অডিটোরিয়ামটি প্রধানমন্ত্রীর উদ্বোধনের তিনবছর পর চালু
অবশেষে মনিরামপুরে অডিটোরিয়ামটি প্রধানমন্ত্রীর উদ্বোধনের তিনবছর পর চালু
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২১ ০১:৩৭
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।।
প্রধানমন্ত্রী উদ্বোধনের তিন বছর সাড়ে তিন মাস পর চালু হলো যশোরের মনিরামপুর পৌরশহরের শহীদ মশিউর রহমান অডিটরিয়ামটি। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে অডিটরিয়ামের কার্যক্রম উন্মোচন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এখন থেকে নির্দ্দিষ্ট হারে ফিস দিয়ে সভা সেমিনার, সাংস্কৃতি, বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠান করা যাবে অডিটরিয়ামটিতে।জানাযায়, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত খান টিপু সুলতান পৌরশহরে অবস্থিত জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা ট্রাকটার্মিনালটি উচ্ছেদ করে সেখানে অডিটরিয়ামটি নির্মানের উদ্যোগ নেন। সে মোতাবেক জেলা পরিষদের বরাদ্দকৃত সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালের নভেম্বর মাসে নির্মান কাজ সম্পন্ন হয় অত্যাধিুনিক দ্বিতল এ অডিটোরিয়ামটি।
আর এ অডিটরিয়ামের নামকরন করা হয় শহীদ মুক্তিযোদ্ধা মশিউর রহমানের নামে। ওই বছরের ৩১ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মশিউর রহমান অডিটরিয়ামটির উদ্বোধন করেন। কিন্তু বিভিন্ন কারনে সেটি চালু করতে ব্যর্থ হন কর্তৃপক্ষ। অবশেষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে অডিটরিয়ামটির কার্যক্রম উন্মোচন করা হয়। আয়োজন করা হয় বর্নাঢ্য অনুষ্ঠানের।স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে অডিটরিয়ামের কার্যক্রম উন্মোচন করেন।
জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি কমিশনার(ভূমি) পলাশ কুমার দেবনাথ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রকৌশলী শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু, রুখসানা ইয়াসমিন পান্না, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মদ খান,ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ।
জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তি জানান, এখন থেকে ছয়’শ আসনের দ্বিতল এ অডিটরিয়ামটি ব্যবহৃত হবে সভা সেমিনার, সাংস্কৃতিক, বিবাহসহ বিভিন্ন অনুষ্ঠানের কাজে। আর এ জন্য জেলা পরিষদের আগামি সভায় নির্ধারন হবে অডিটরিয়ামের ফিস।