03/16/2025 দৈনিক সমসাময়িক নিউজ পোটালের প্রকাশক অলিয়ার রহমান এর লেখা কবিতা- "বোধ"
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২১ ১২:২৫
সবাই গিয়েছে চলে ফুল নিয়ে শহীদের বেদে, বিজয়ের হাসি মুখে- আমি শুধু একা যায় কেঁদে। তবুও এনেছি ফুল এতেই কি মিটে যাবে ঋণ? ক্ষমা করো পিতামহ এখনো আসেনি শুভদিন। তোমরা কি চেয়েছিলে ফুলে ফুলে ভরে যাক বেদি! অথচ অনাথ শিশু কেঁদে ফেরে মানবতা ছেদি! ক্ষমা করো পিতামহ এখনো পাইনি স্বাধীনতা, হয়তো পেয়েছি তারে হারিয়ে ফেলেছি মানবতা। যেখানে মমতা নেই স্বাধীনতা কভু সেথা থাকে? কেউ কেউ ফুল দিয়ে চোখের কান্না ঢেকে রাখে! জানিনা কেমন করে করবো ঋণের পরিশোধ, চারিপাশে কেঁদে ফেরে বিপন্ন মানবতা বোধ!!!