04/20/2025 মনিরামপুর বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে এই প্রথম কোন প্রেমিক যুবকের অনশন
মনিরামপুর বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে এই প্রথম কোন প্রেমিক যুবকের অনশন
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৮
মণিরামপুর অফিস ।।
এই প্রথম ঘটনা উল্টো, মণিরামপুরের রাজগঞ্জের পল্লীতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে এক প্রেমিক যুবক ১২ ঘন্টা অনশন করেছে। অবশেষে প্রেমিকার বয়স পূর্ণ না হওয়ায় শুন্য ফলাফল নিয়ে বাড়ি ফিরতে হয়েছে প্রেমিক যুবককে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মুনতাজ বিশ্বাসের বাড়িতে। স্থানীয় সূত্রে জানাগেছে- রাজগঞ্জের রসুলপুর গ্রামের মুনতাজ বিশ্বাসের মেয়ে স্থানীয় একটি মাদরাসার ৮ম শ্রেণী ছাত্রী শাপলার সাথে গভীর প্রেমের সম্পর্ক করে গোবিন্দপুর গ্রামের মৃত আমজেদ ফকিরের ছেলে আবু হুরাইরা (২০)। এরই সূত্রধরে এদিন বিকাল থেকে শাপলাকে বিয়ে করবে এই দাবিতে আবু হুরাইরা তার প্রেমিকা শাপলার বাড়িতে অনশন শুরু করে। দীর্ঘ ১২ ঘন্টা অনশন চলার পর প্রেমিকা শাপলার বিয়ের বয়স হয়নি, এই কথায় অনশন ভঙ্গ করে প্রেমিক যুবক আবু হুরাইরা। এ ব্যাপারে চালুয়াহাটি ইউপির স্থানীয় মেম্বার আবুজান জানান- মেয়ের বয়স কম হওয়ায়, ছেলে পক্ষের অভিভাবকদের ডেকে এনে এক সমঝোতার মাধ্যমে ভোর ৪ টার সময় আবু হুরাইরাকে তার চাচা সাইফুল ইসলামের কাছে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।