3768
03/15/2025
খুলনা জেলা ডিবির বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ০১জন গ্রেফতার
খুলনা জেলা ডিবির বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ০১জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫৬
মোঃ মানছুর রহমান (জাহিদ), খুলনা।।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ মহোদয়ের নির্দেশনায় খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ আসাদুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন।অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০২/২০২১ ইং আনুমানিক ৮.৫০ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন আলকা (উত্তর) গ্রামস্থ খুলনা-যশোর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক আকবর এর চায়ের দোকানের সামনে থেকে,আসামি মোঃ মিজানুর রহমান(২৯), পিতা- মৃত মোয়াজ্জেম খা, মাতা- মনিরা বেগম, সাং- চন্দ্রপুর, থানা- অভয়নগর, জেলা- যশোর, এ/পি সাং- বুড়িয়ারডাঙ্গা (লাভলু শেখ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- ফুলতলা, জেলা- খুলনাকে আটক করা হয়।ধৃত আসামির হেফাজত হতে ০১টি সিমেন্টের বস্তার তৈরি বাজার করার ব্যাগে রক্ষিত একটি বাদামি কসটেপ দ্বারা মোড়ানো ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২৭/০২/২০২১ইং তারিখ রাত্র ০৯.০৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে এস আই (নিঃ) মোঃ আসাদুল ইসলাম বাদী হয়ে ফুলতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]