3742
03/16/2025
খুলনায় পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১
খুলনায় পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০০
মোঃ মানছুর রহমান (জাহিদ) খুলনা থেকে।।
খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)/ রাজিউল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ২৬/০২/২০২১ইং তারিখ মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন মৈষাগুনী গ্রামস্থ কুটির মোড় হইতে জেবিএম স্কুলগামী রাস্তার পশ্চিম পার্শ্বে জণৈক আব্দুর রাজ্জাকের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামি মোঃ রুবেল শেখ (২০), পিতা- আতিয়ার রহমান শেখ, মাতা-নুরজাহান বেগম, সাং-মৈষাগুনী থানা-রূপসা, জেলা-খুলনাকে ধৃত পূর্বক তার হেফাজত হতে ০১ (এক) টি সাদা স্ব”ছ এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত ৫০(পঞ্চাশ) পিচ হালকা কমলা রংয়ের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ২৬/০২/২০২১ইং রাত্রি আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে এস আই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে রুপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]