03/16/2025 যশোরে কোতোয়ালি ও অভয়নগর থানার ওসি রদবদল
যশোরে কোতোয়ালি ও অভয়নগর থানার ওসি রদবদল
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:০৯
বিশেষ প্রতিনিধি।।
যশোর কোতয়ালি থানা ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বদলী করা হয়েছে। কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান এবং অভয়নগর থানার ওসি তাজুল ইসলামকে কোতয়ালি থানায় বদলী করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপারের এক আদেশে ওই বদলী হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেলা পুলিশের স্বাভাবিক কাজকর্মে কিছু রদবদল হয়েছে। তাছাড়া কোতয়ালি থানার ওসি’র ও বদলীর সময় হয়ে গেছে। সে কারণে তাকে বদলী করা হয়েছে।
এ বিষয়ে অভয়গর থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, ‘মঙ্গলবার এই ধরনের বদলীর সংবাদ শুনেছি। কিন্ত কোন আদেশ হাতে পায়নি। ফলে অফিসিয়ালি কোন মন্তব্য করতে পারছি না।