04/19/2025 তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে চাকরির বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৪
চাকরির ধরন | অস্থায়ী |
প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
বয়স | ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত। |
আবেদনের নিয়ম: | কোন জেলার অধিবাসীরা আবেদন করতে পারবেন তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। |
আগ্রহী প্রার্থীরা erecruitment.bcc.gov.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন। | |
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি (১০০ কেবি) ও ৩০০-৮০ (৬০ কেবি) সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। | |
বেতন | আলোচনা সাপেক্ষে |
আবেদন ফি: | আবেদনকারীকে ১০০ টাকা রকেট বা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। |