03/16/2025 কবি শামছুন্নাহার এর লেখা কবিতা "একুশ কথা বলে"
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২১ ০৪:৪৯
কৃষ্ণচুড়ার তলে একুশ কথা বলে, কথার ভাষা বুঝবে খাসা বাংলা ভাষা বলে।
বেদি আজ পূর্ণ হবে তাজা ফুলে ফুলে, শহীদদের স্মরণ করি চোখেরই জলে।
ফুল হাতে, খালি পায়ে শহীদ মিনারে যাই দেখাতে তাঁদের সম্মান, ছাত্র,শিক্ষক, জনতা মিলে বুকের তাজা রক্ত ঢেলে রেখে গেছেন অবদান।
সালাম, শফিক, বরকত ভাই নাম না জানা সবাইকে অন্তর থেকে জানাই সালাম, তোমাদের ত্যাগের বিনিময়ে, বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেলাম।
অ, আ, ক,খ ছোট্ট শিশুর ছোট্ট মুখের বুলি, এই অক্ষরকে সাজিয়ে শব্দ বাংলা ভাষা বলি।
বাংলা হলো মাতৃভাষা একুশ ফেব্রুয়ারিতে, আন্তর্জাতিক স্বীকৃতি পেলো দুই হাজারে।
১৮৮ দেশের ভাষা দিবস এই দিনটাতে। এ ভাষার জন্যেই জীবন দিয়ে, নাম লিখিয়েছো ইতিহাসের পাতাতে।