03/16/2025 "দৈনিক সমসাময়িক" নিউজের প্রকাশক অলিয়ার রহমান এর লেখা কবিতা "ঘুম"
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২১ ০৪:৫১
অনেক ক্লান্তির ঘুম চোখের পাতায় করে বাস, তাইতো হয়না দেখা সারা মুখে ধূলো একরাশ। কোথায় সূর্য্য ওঠে কোথা গিয়ে শেষ হয় আলো, এখন অনেক রাত কার কাছে সেই কথা বলো? সবাই গিয়েছে ডুবে সীমাহীন সাগরের জলে, এমন ঘুমের দেশে কভূ আর ভালবাসা ফলে?
অনেক ক্লান্তির ঘুম আমাদের চোখে বার মাস, আকাশের গাঙচিল রোদে পুড়ে করে পরিহাস। কেমনে মানুষ ওরা কোথায় বিলায় তার মায়া? অনেক ভিড়ের মাঝে মেলে শুধু মানুষের ছায়া!!!