11/06/2025 মণিরামপুর ঝাঁপা বাঁওড়ে কলেজ ছাত্র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৩
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁওড়ে উদ্ধার কাজে নেমেছেন। সাথে কাজ করছেন স্থানীয়রা।
দুপুর একটার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রের উদ্ধার কাজ চলছিল। তার নাম পরিচয় মেলেনি।
তিনি যশোর সরকারি এমএম কলেজের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সকালে যশোর থেকে দল বেধে রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন কলেজ ছাত্ররা। এরপর তারা 'জেলাপ্রশাসক ভাসমান সেতুর' পাশ থেকে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছুলে তিনবন্ধু সাঁতার কাটতে বাঁওড়ে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে দুইজন তীরে উঠে আসলেও একজন নিখোঁজ হন।
রাজগঞ্জ ক্যাম্পের এএসআই আজমল হোসেন বলেন, বাঁওড়ে জাল ফেলে নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের কাজ চলছে। তার নাম পরিচয় জানা যায়নি।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছেন। নিখোঁজ ছাত্রকে উদ্ধারের কাজ চলছে।