04/20/2025 না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক জহির-খুলনা রিপোর্টার্স ক্লাবসহ গণমাধ্যমকর্মীদের শোক
না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক জহির-খুলনা রিপোর্টার্স ক্লাবসহ গণমাধ্যমকর্মীদের শোক
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২১ ০৬:০০
মোঃ মানছুর রহমান জাহিদ।।
খুলনার উদীয়মান সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম আর নেই। তিনি দৈনিক ফুলতলা প্রতিদিনের অপরাধ বিষয়ক সংবাদদাতা ছিলেন।০৬ ফেব্রুয়ারি শনিবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় সাংবাদিক জহির স্টক জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৪বছর। পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে হঠাৎ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক জহির। অসুস্থ হওয়ার পর তৎক্ষণাৎ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে আটটায় খুলনার পাবলায় জানাজা শেষে রাত ৯ টায় গোয়ালখালি সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। উদীয়মান সাংবাদিক জহির স্ত্রী সহ একাধিক গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি খুলনা রিপোর্টার্স ক্লাবের একজন সৎ ও আদর্শবান সদস্য ছিলেন।সাংবাদিক জহিরুল ইসলামের হঠাৎ মৃত্যুর খবর শুনে খুলনার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মাঝে শোক নেমে আসে। তার মৃত্যুতে বয়রা রায়ের মহলের বাসভবনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীরা ছুটে আসেন। সাংবাদিক জহির এর মৃত্যুতে গভীর সমবেদনারিপোর্টার্স ক্লাবের সভাপতি বি,এম রাকিব হাসান, সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, সহ-সভাপতি খন্দকার মানছুর রহমান
(জাহিদ), সিআইএন টিভি ২৪এর সম্পাদক আবু হামজা বাঁধন, নির্বাহী সম্পাদক আবু দাউদ ইমরান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ,এম আব্দুর রাজ্জাক, দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক আসিফুর রহমান তোতা, সম্পাদক ও প্রকাশক সুমন সরদার, খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, আনন্দ টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি শিহাব উদ্দিন রুবেল সহ আল আমিন খান, মুজিবুর রহমান মল্লিক, সাইদুর রহমান, জাহিদুর রহমান, ইনসাফ আহমেদ, মিন্টু মল্লিক, শেখ রবিউল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন রাজা, এফ এম বদিউর জামান, শাফিউর রহমান, শেখ জিল্লুর রহমান, শাহেদুজ্জামান সাগর, বিএম বাবলুর রহমান, মোঃ আলমগীর হোসেন, ওবায়দুল হক তালুকদার, মোঃ রায়হান, মুক্তার হোসেন, রাজু আহমেদ খান শহীদ, মোঃ শেখ মুফিজুর রহমান, এডভোকেট আইয়ুব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মাসুম বিল্লাহ, মিহির কুমার, আব্দুস সালাম, মোঃ মাসুদ রানা প্রমুখ।