03/15/2025 মণিরামপুর থানার ওসির সাথে দৈনিক কলম কথা'র সম্পাদকীয় মন্ডলীদের সৌজন্য সাক্ষাত
মণিরামপুর থানার ওসির সাথে দৈনিক কলম কথা'র সম্পাদকীয় মন্ডলীদের সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৭
নিজস্ব প্রতিনিধি।।
যশোরের মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর সাথে জনপ্রিয় অনলাইন পত্রিকা 'দৈনিক কলম কথা' সম্পাদক মন্ডলী ও প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১টায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে দৈনিক কলম কথার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংক্ষিপ্ত আলোচনায়, তিনি তুলে ধরেন সত্য ও নায়ের পক্ষে অনড়, বস্তুনিষ্ঠ সংবাদ গ্রহণে তিনি সব সময় "দৈনিক কলম কথা" পরিবারকে সাপোর্ট করবেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক কলম কথার সম্পাদক ও প্রকাশক সুমন চক্রবর্তী, নির্বাহী সম্পাদক সাথী চক্রবর্তী, বার্তা সম্পাদক মোঃ হুমায়ুন কবির সবুজ, নিজস্ব প্রতিনিধি জিএম টিপু সুলতান, বিশেষ প্রতিনিধি মোঃ মামুন-অর-রশিদ প্রমুখ।
মতবিনিময়ের সময় অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম দৈনিক কলম কথাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।