স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিতে বৃহস্পতিবার যশোরের মনিরামপুরে রেজিষ্ট্রেশন কার্যক্রমের প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের(যশোর সেনানিবাস) আয়োজনে রেজিষ্ট্রেশন কার্যক্রমে প্রশিক্ষন দেন ক্যাপ্টেন নাসিব। প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রশিক্ষন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, সহকারি প্রোগ্রামার প্রর্লাদ কুমার, একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন প্রমুখ। পরে একই স্থানে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির জন্য রেজিষ্ট্রেশনকরনের প্রশিক্ষণ কর্মশালা।নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সার্বিক তত্তাবধানে উপজেলার আইসিটি শিক্ষকদের অংশগ্রহনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারি প্রোগ্রামার, একাডেমিক সুপারভাইজার, শিক্ষক প্রশিক্ষকবৃন্দ কর্মশালায় প্রশিক্ষন দেন।