03/15/2025 কবিতার নাম "শিহরণে পুলকিত", কবি- রামপ্রসাদ কুন্ডু
কবিতার নাম "শিহরণে পুলকিত", কবি- রামপ্রসাদ কুন্ডু
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারী ২০২১ ০৭:৩৬
শিহরণে পুলকিত!
কী অপরূপ সুন্দর তুমি!
সুন্দর তোমার গড়ন
গ্রামীন কন্যা হলুদবর্ণ লম্বা শীর্ণ দেহ
ঠিক যেমন ভোরের সূর্যে মিশ্রিত শিশির বিন্দু
মিশে থাকে যেমন সরষে ফুলের ঘ্রাণে
তোমার ছবি ভেসে উঠলে শিহরিত হয় মনপ্রান
কে তুমি?
তুমি কি অচেনা কোনো মানবী!
চলবে আমার সাথে কিছুক্ষন
থাকবে সাথে কিছু সময়,
না হয় কাটাবো সারাজীবন, তবু ফিরিয়ে দিও না আমায়
তোমার সৌন্দর্য্যে পুলকিত কীট পতঙ্গ
চুম্বনে জড়িয়ে থাকে তোমার অঙ্গে
ধন্য হতাম হে শৈত্য সরিষার প্রকৃতি
পেলে তোমাকে এই জন্মে........
কবি- রামপ্রসাদ কুন্ডু
একজন লেখক ও হোমিওপ্যাথিক ডাক্তার