03/15/2025 ডুমুরিয়ার বালিয়াখালিতে বাস মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত ২০
ডুমুরিয়ার বালিয়াখালিতে বাস মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত ২০
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারী ২০২১ ১০:৩৬
মোঃ মানছুর রহমান (জাহিদ)
খুলনা থেকে।।
খুলনার ডুমুরিয়ায় পিকনিকের বাস ও মোটরসাইকেলের মধ্যে দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় বাস খাঁদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।শুক্রবার ২২শে জানুয়ারি সকাল আটটার দিকে ডুমুরিয়ার বালিয়াখালি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া ফায়ারসার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়,সাতক্ষীরাগামী একটি পিকনিকের বাস তমা পরিবহন ঢাকা মেট্রো জ-১১-০৪৪৩ ডুমুরিয়ার বালিয়াখালি ব্রিজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী মটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের জাকির খানের ছেলে মটরসাইকেল চালক জাহিদ হোসোন (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।এ ঘটনায় বাসের কমপক্ষে ২০ জন যাত্রি কমবেশি আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। ডুমুরিয়া ফায়ার সার্ভিস বাসটি উদ্ধারের চেষ্টা করছে।তবে চালক ও হেলপার পলাতক আছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ডুমুরিয়া হাসপাতলে রাখা ছিলো।