03/15/2025 অভয়নগরে বিএনপি নেতা টিএস আইয়ুবকে অবাঞ্ছিত ঘোষণা
অভয়নগরে বিএনপি নেতা টিএস আইয়ুবকে অবাঞ্ছিত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারী ২০২১ ১৫:১১
বিশেষ প্রতিনিধি।।
অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আয়ুবকে অবাঞ্ছিত ঘোষণা করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।
সোমবার বিকেলে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌরসভার পদবঞ্চিত ছাত্রদল নেতৃবৃন্দের আয়োজনে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে ছাত্রদল নেতা নয়ন হোসেন এর সঞ্চালনায়, ছাত্রদলনেতা আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে উক্ত সমাবেশ বক্তব্য রাখেন রাজু আহম্মেদ, আল মামুন বিশ্বাস, আজাদ খান, তানভির আহম্মেদ তরফদার, তানভির যুবায়ের, মোক্তাদির হোসেন, জিহাদ হোসেন, সাব্বির আহম্মেদ, আবুল কালাম, আলামিন হোসেন, সাজ্জাদ হোসেন, জাহিদ হোসেন, আকাশ হোসেন এবং ইবনে সিনা আকাশ।
এ সময় বক্তরা বলেন, বাঘারপাড়া থানা বিএনপির সভাপতি টিএস আয়ুব অর্থের বিনিময়ে খুলনা বিভাগীয় ছাত্রদলের টিম প্রধান মিজানুর রহমান সজিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী রওনুল ইসলাম শ্রাবনকে ম্যানেজ করে অভয়নগর থানা ও পৌর ছাত্রদলের যে কমিটি ঘোষণা করিয়েছেন তা অবিলম্বে বাতিলের করে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করার করতে হবে।
এ সময় বক্তারা সমাবেশ থেকে টিএস আয়ুবকে অভয়নগরে অবাঞ্ছিত ঘোষণা করে
একটি বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
মিছিল শেষে ছাত্রদলের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা আয়ুবের ক্রস দেওয়া ছবিসম্বলিত প্লাকার্ড ভাংচুরের মধ্যদিয়ে ক্ষোভ প্রকাশ করেন।