03/15/2025 অভয়নগরে মুজিব শতবর্ষে গৃহ প্রদান কার্যক্রমের প্রেসব্রিফিং
অভয়নগরে মুজিব শতবর্ষে গৃহ প্রদান কার্যক্রমের প্রেসব্রিফিং
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারী ২০২১ ১৪:০৯
বিশেষ প্রতিনিধি।।
অভয়নগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ১৮ জানুয়ারী সোমবার সকাল ১১.০০টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে.এম রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলি কামরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা রিজিবুল ইসলাম, অভয়নগর থানা আওয়ামীলীগের সাবেক সাঃ সম্পাদক গাজী নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ৫০,০০০ গৃহ ও ভূমিহীনদের মাঝে গৃহ ও ভূমি প্রদান কার্যক্রমের উপর আলোকপাত করে বলা হয় অভয়নগর উপজেলায় ৫৭জন উপকারভোগীর মধ্যে গৃহ প্রদান করা হবে। উপজেলা প্রকল্প কর্মকর্তা বলেন, দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরে মেঝে পাকা, ১৯.৬ ফুট চওড়া বারান্দাসহ টয়লেট ও রান্নাঘর সংযুক্ত, রয়েছে ২টি দরজা ও ৫টি ষ্টিলের জানালা যা পূর্ণাঙ্গভাবে একটি পরিবারের বসবাসযোগ্য। ঘরে উন্নতমানের টিনের চাল ব্যবহার করা হয়েছে যার পূরত্ব .৩৬মি.মি, ঘরগুলি দূর্যোগ প্রশমনে যথেষ্ট সহায়ক, প্রতিটি বাড়ি নির্মানে ব্যয় হয়েছে ১,৭১,০০০ হাজার টাকা।