03/15/2025 অভয়নগরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারী ২০২১ ১০:৪৬
বিশেষ প্রতিনিধি।।
অভয়নগরে গতকাল বিকাল ৪.০০টার সময় অভয়নগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মোল্যা শহীদুল ইসলাম সজলের সঞ্চালনায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান, প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রজন্মলীগ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা প্রজন্মলীগ কমিটির সাধারণ সম্পাদক সানা জাহিদুল ইসলাম কচি, মাস্টার অলিয়ার রহমান, হুমায়ুন আহমেদ, আনন্দ মোহন ধর, জামাল আকুঞ্জী, বাপ্পী আহমেদ, নূর ইসলাম মোল্যা, আব্দুল্লাহ, সুমন প্রমুখ। সভায় বক্তারা সর্বকালের শ্রেস্ট বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রেখে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।