03/15/2025 কুয়াদায় সিরাজসিঙ্গা উত্তরপাড়া জমি সংক্রান্ত বিষয়ে হামলার ঘটনায় আহত- ৩
কুয়াদায় সিরাজসিঙ্গা উত্তরপাড়া জমি সংক্রান্ত বিষয়ে হামলার ঘটনায় আহত- ৩
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২১ ১৫:১৩
এম ওয়াজেদ আলী কুয়াদা( যশোর)প্রতিনিধি।।
যশোর সদরের রামনগর ইউনিয়ন কুয়াদায় সিরাজ সিঙ্গা উত্তরপাড়া জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ঘটনায় ৩ জন অাহত হয়েছে। এবিষয়ে সিরাজ সিঙ্গা গ্রামের অাকবার অালী ছেলে লিটন হোসেন বাদি হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় ৯ কে অাসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানাযায়,যশোর জেলা কোতোয়ালি মডেল থানাধীন ৬৮ নং সিরাজ সিঙ্গা মৌজায় অার এস খং/ ১৯০৫, ১৭৭০,অার এস দাং নং ২৬৬৭,২৬৬৩ জমির পরিমাণ ১৩ শতক বিগত ১৫/৬/২০০২ তারিখ কবলা দলিল নং ৭০৮৯ মূলে অামার ক্রয় করে। যা অামরা বহু বছর ধরে বসতবাড়িসহ তা ভোগ দক্ষল করে আসছে। কিন্তু অাসামী অামাদের ক্রয়কৃত জমি নিজেদের দাবি করে অন্যায় ভাবে দক্ষল করার হুমকি দিতে থাকে। অামার পিতা বাদি হয়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সদর সহকারী জর্জ অাদালতে মামলা করেন। যার দেং মামলা নং-১০০/২০ মামলাটি অাদালতে বিচারাধীন। তার পরেও অাসামীরা অামাদের বসতভিটার জমি হইতে জোর পূর্বক উচ্ছেদসহ অন্যায় ভাবে দক্ষল করার সুযোগ খুজিতে থাকে। অদ্য ১২/০১/২০২১ তারিখে সকাল অানুমানিক ৭ ঘটিকার সময় উল্লেখিত অাসামীরা হাতে লাঠিশুটা,ধারালো গাছি ও কাঠকাটা দা, শাপল কোদালসহ অন্যান্য দেশি অস্ত্র সহকারে অনধিকার অামাদের বসতবাড়ি জমিতে বেইঅাইনী জনতাবদ্ধে প্রবেশ করিয়া জমি দক্ষল করার উদ্দেশে বাশখুটির বেড়া দিযা ঘিরিয়া দক্ষল করার চেষ্টা করিলে অামি,অামার ভাই মিল্টন হোসেন, মাতা শহরবানু বেগম এবং অামার স্ত্রী পারভিনা বেগম নিষেধ করায অাসামীরা ক্ষিপ্ত হইয়া অাসামী কামরুল ইসলামের হুকুমে ও সহযোগিতায় সকল অাসামীরা অামাদের উপর অাক্রমণ করিয়া বাঁশের লাঠি লোহার রড ও শাপল সহকারে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করিয়া নিলাফোলা জখম করে। অাসামী হাবিবুর রহমান অামাকে খুন করার উদ্দেশের তার হাতে থাকা লোহার শাপল দিয়া মাথার ডান পাশে অাঘাত করিয়া গুরুত্বর কাটা রক্তক্ত জখম করে। অাসামী মোস্তফা লোহার রড দিয়া অামার ভাই মিল্টন হোসেনের মাথার বাম পাশে অাঘাত করিয়া কাটা জখম করে। অাসামী লিটন হোসেন লোহার শাপল দিয়া অামার মায়ের ডান হাতে অাঘাত করিয়া হাড় ভাঙ্গা জখম করে। অাসামী সাইফুল ইসলাম অসৎ উদ্দেশে অামার স্ত্রীর পরনের কাপড় টানা হেচড়া করিয়া লোক সম্মুখে বেঅাব্রু করিয়া শ্লীলতাহানি ঘটায়। সকল অাসামীরা অামাদের বসত ঘরের ভিতরে প্রবেশ করিয়া লাঠি শুটা লোহার রড, শাপল সহকারে শো- কেচ,অালমারিসহ বিভিন্ন প্রকার মালামাল ভাংচুর করিয়া অনুমান ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে। অাসামী খাইবার রহমান অামার বসত ঘরের অালমারির ভিতর হইতে ঘর নির্মাণের জন্য রাখা ১ লক্ষ ৩৫ হাজার টাকা,অাসামী বিপ্লব বিভিন্ন প্রকার স্বর্ণের গহনা ওজন অনুমান ২ ভরি মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা চুরি করিয়া নেয়।