03/15/2025 মণিরামপুর এবারের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ভাই ভাই লড়াই
মণিরামপুর এবারের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ভাই ভাই লড়াই
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২১ ১১:১৩
বিশেষ প্রতিনিধি।।
যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনের অংশ নেয়া প্রার্থীরা তাদের প্রতীক বরাদ্ধ পেয়েছেন।
সাধারন কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলরদের ৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অসুস্থ্যতা জনিত কারণে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বসু মোল্লা এবার নির্বাচন করছেন না। নির্বাচনী তফসীল অনুযায়ী ১১ জানুয়ারী সোমবার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচনী অফিসারের কার্যালয় থেকে সকল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থীদের এ প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মণিরামপুর উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান। যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার শেষে এ পৌর সভায় মেয়র পদে ৩ জন, নারী কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী ভোটের লড়াইয়ে থাকছেন।
তবে এবারের পৌর নির্বাচনে ১নং-(হাকোবা) ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়াইয়ে নেমেছেন ৩ জন। বর্তমান কমিশনার আজিম হোসেন-(পানির বোতল), অনিসুর রহমান-(উট পাখি) ও মিজানুর রহমান (পাঞ্জাবী) প্রতীক নিয়ে। তবে কমিশনার আজিম ও আনিসুর রহমান একই পরিবারের চাচাতো ভাই ভাই। অনেক জল্পনা-কল্পনা শেষে তারা কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ৩০ জানুয়ারি ভোট গ্রহণ এরি মধ্যে প্রতিক নিয়ে ভোটারদের দোয়ার দোয়ারে ভোট ভিক্ষায় সকাল সন্ধা হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।