03/15/2025 টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২১ ১২:১৭
বিশেষ প্রতিনিধি।।
টঙ্গীর বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান সিরাজ মাদবরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২১) দুপুরে যোহরের নামাযের পর গাজীপুরা ঈদগাঁ মাঠে তার জানাযা সম্পন্ন হয়। জানাযা শেষে গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ইকবাল হোসেনর নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এতে গাজীপুরের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা, প্রশাসন ও জনসাধারণ অংশগ্রহণ করে। পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে সে বুকে ব্যাথা অনুভব করেন, পরে তারগাছ এলাকায় তায়রুননেসা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি তার স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে নিহত মুক্তিযোদ্ধার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।