মোঃ ওয়াজেদ আলী।।
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে কামাল পুর উত্তর পাড়া (কোলনি) গ্রামের জামাত সরদার (৬৭) ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন)। জানাযায়, তিনি দীর্ঘদিন যাবত মারাত্মক অসুস্থতায় ভুগছিলেন। রবিবারে দিন তিনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে স্টোক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ঐ দিন রাত অানুমানিক ৩টার দিকে মারা জান।মৃত্যু কালে তিনি স্ত্রী ১ ছেলে ১মেয়ে অনেক গুনাহগারী রেখে গেছেন। মোমবার মরল্হমের জানাজা নামাজ যোহরবাদ সতীঘাটা কামালপুর ক্যাডেট মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরল্হমের জানাজা নামাজ পড়ান সতীঘাট ক্যাডেট মাদ্রাসার মুহতামিম অজিল্হর রহমান। মরল্হমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এনামুল কবির জেলা তরুণ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লাইফ শ্রমিক নেতা ২২৭ কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম ও স্হানীয় মুসল্লীগণ