03/15/2025 খুলনার পাইকগাছায় ১১ মামলার আসামি গফফার সরদারকে মাদকসহ আটক করেছে পুলিশ
খুলনার পাইকগাছায় ১১ মামলার আসামি গফফার সরদারকে মাদকসহ আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারী ২০২১ ১২:৫২
মোঃ মানছুর রহমান (জাহিদ), খুলনা থেকে।। খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ ১১ মামলার আসামি গফফার সরদারকে মাদকসহ আটক করেছেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি এজাজ শফীর নির্দেশে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গফফার সরদার (৪৭)কে মাদকসহ গ্রেপ্তার করেছেন। জানা যায়,গফফার সরদার উপজেলার চাঁদখালী ইউনিয়নের, চাঁদখালী গ্রামের মৃত মিরাজ সরদারের ছেলে। এ ঘটনায় পাইকগাছা থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গফফার এর বিরুদ্ধে মামলা করেছে। মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারের গরু হাট সংলগ্ন পাশের রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য, গাজা ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদ থানায় পাওয়া মাত্রই ঘটনাস্থলে থানার এস আই অভিজিৎ বিশ্বাস ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তার সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছায় এবং অভিযান পরিচালনা করেন।উপস্থিতি টের পেয়ে গফফার সরদার পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।আটকের পর তার শরীর তল্লাশি করে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করে পুলিশ। বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ ওসি এজাজ শফী জানান, আসামির পিসিপিআরে দেখা যায়, সে খুলনা, সাতক্ষীরা সহ আরও বিভিন্ন এলাকায় গফফারের বিরুদ্ধে ১১টি মাদক মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।