বিশেষ প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলার আমড়াগাছিয়া বাজার থেকে একটি বিদেশী পিস্তলসহ মোঃ ফারুক সেপাই (৫১) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগজিন,এক রাউন্ড গুলি,একটি মোবাইল ফোন,দুইটি সীম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ফারুক উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত এনায়েত সেপাইর পুত্র।
খুলনা র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান জানান,তাদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শরণখোলার আমড়াগাছিয়া বাজারে অভিযান চালায়।ফারুক র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তল-সহ উল্লেখিত মালামাল পাওয়া যায়।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, র্যাব অস্ত্রসহ আসামী ফারুক সেপাইকে শুক্রবার বিকেল ৫টার দিকে শরণখোলা থানায় হস্থান্তর করে।এব্যপারে র্যাবের পরিদর্শক রাজিউজ্জামান বাদী হয়ে শরনখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।