03/15/2025 কবিতার নাম "দেখা" কবি- এম. মাহবুব মুকুল
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারী ২০২১ ১১:০২
দেখা
শীত কুয়াশার শেষে মধ্যরাতে দেখা হয়েছিল হেমন্তে, নিঃশব্দে দাঁড়িয়ে দেখেছি আলোক কণার বসন্তে; সবকাজ ফেলে খুঁজেছি নিজেরই অজান্তে। ফুলের বাজারে, ঝর্ণার ধারে দিবস-রজনী শত; লুকিয়ে রেখেছি আঘাত অপমান ক্ষত! ঝাপসা মুখের রেখা, সবুজের মেঠোপথে দেখা। চন্দন বনে ফুঁটেছে বিচিত্র ফুল, বশ্যতা স্বীকারই কী ছিল তবে ভুল। স্মৃতির অভিজ্ঞতা চায় শুধু সম্মতি, প্রত্যাশার দ্যোতনায় হারিয়েছি অনুভূতি। নক্ষত্র স্নাত সবুজ প্রেমপত্রে নিঃশব্দে দাঁড়িয়ে দেখি পাতা ঝরে বৃন্তে। আমের মুকুলের গন্ধ শোকা আগুন লাগা শিমুল বসন্তে দেখেছি একা! হলুদ মাঠে মৌমাছির গুঞ্জনে প্রেমপত্রে আঁকা, শীত-কুষাশার মধ্যরাতে দেখা।