03/15/2025 টঙ্গীতে অটোরিক্সা ছিনতাইকালে এক ছিনতাইকারী আটক
টঙ্গীতে অটোরিক্সা ছিনতাইকালে এক ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারী ২০২১ ০২:৪৬
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী সংবাদদাতা।।
টঙ্গীতে একটি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে টঙ্গীর চেরাগআলী ডেসকো অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ্ আলম জানান, দিনাজপুরের কোতায়ালি থানার ফরকাবাদের অফি উদ্দিনের ছেলে মো. বাবু মিয়া (৪৮) টঙ্গীর এরশাদনগরে ভাড়াবাড়িতে বসবাস করে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে টঙ্গীর চেরাগ আলী ডেক্স অফিসের সামনে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় আশুলিয়ার কুমকুমারি বাজারের আজিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবিন (২২), মো. সাগর (২১) ও মানিক (২৩) কামাড়পাড়া যাওয়ার উদ্দেশ্য ভাড়া নেয়। পরে কামাড়পাড়া ঢাকা ষ্টীলের সামনে পৌঁছলে অটোরিক্সা চালক বাবু মিয়া (৪৮) কে অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিক্সাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় টহলরত পুলিশ ও পথচারীদের সহায়তায় রবিউল ইসলাম রবিনকে আটক করলেও তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।