03/15/2025 সাংবাদিক দম্পতির উপর হামলায়, "অভয়নগর রিপোর্টাস ক্লাবের তীব্র নিন্দা"
সাংবাদিক দম্পতির উপর হামলায়, "অভয়নগর রিপোর্টাস ক্লাবের তীব্র নিন্দা"
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারী ২০২১ ১৩:৫৮
বিশেষ প্রতিনিধি।।
অভয়নগরে দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রধান প্রতিবেদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার অভয়নগর সংবাদদাতা শাহীন ও তার স্ত্রী’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অভয়নগর রিপোর্টাস ক্লাব। বৃহঃবার সকাল ১১.০০টায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ও তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যেয়ে সার্বিক খোঁজ খবর নেন ক্লাবের সদস্যরা। এ সময় ক্লাবের উপদেস্টা বদরুজ্জামান ঘটনার তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্ট সকল দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।
উল্লেখ্য গত ৬ জানুয়ারী বুধবার পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রিপনের(৩৫) নেতৃত্বে হিরা বেগম, ফরিদা বেগমের হামলায় সাংবাদিক শাহীন ও তার স্ত্রী মারাত্মক আহত হন। এ ঘটনায় তার স্ত্রী ইসফাত আরা আইরিন বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন যার নং ৬।
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলার প্রধান আসামী রিপনকে গ্রেফতার করা হয়েছে, অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।