03/16/2025 অভয়নগরে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী হামলা
অভয়নগরে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারী ২০২১ ১০:০১
বিশেষ প্রতিনিধি।। অভয়নগরে ক্রাইম জোন হিসাবে পরিচিতি পাওয়া নূরবাগ পালহাটা গলিতে চাঁদার টাকা না দেওয়ায় একদল চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী আসিব(৩৮) নামে এক আবগারী কর্মচারীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহত আসিব ৪নং পায়রা ইউনিয়নের পায়রা গ্রামের মৃত ইব্রাহিমের কনিষ্ট পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গো-হাট এলাকার মৃত শাহ আলম ভূঁইয়ার পুত্র চিহ্নিত সন্ত্রাসী খুনের মামলাসহ একাধিক মামলার আসামী রানা ভূঁইয়া(২৮) ওরফে খুনে রানা, মোঃ জুয়েলের পুত্র প্রেম ওরফে বাবু(২৫) সহ অজ্ঞাত আরও ১০/১২ জন সন্ত্রাসী সোমবার রাত ৮.০০টার সময় নূরবাগ পালহাটা গলিতে রামদা, কিরিচ, ছোরাসহ অস্ত্রে সজ্জিত হয়ে আসিবের উপর আক্রমন করে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় আসিবের পেটের নাড়ি-ভূঁড়ি বেরিয়ে আসে। আহত আসিবকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যবরত চিকিৎসক ডাঃ চন্দন সরকার সাংবাদিকদের জানান, রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসী হামলায় জখমের বিষয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার এস.আই জয়নাল সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এ বিষয়ে লিখিত কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।