03/15/2025 মণিরামপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডা: মেহেদীর কম্বল বিতরণ
মণিরামপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডা: মেহেদীর কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারী ২০২১ ১৩:২৭
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।
মণিরামপুরের নাগোরঘোপে মার্কাযুল উলুম উলামানগর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার মাদ্রাসায় যশোরের সিটিপ্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষ থেকে কম্বল বিতরণ করেন তার ছোট ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান। এর আগে মেহেদী হাসান মাদ্রাসার উন্নয়নকল্পে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সহ-সভাপতি সহকারি অধ্যাপক নুরুল হক, আওয়ালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে মতবিনিময়কালে ডা: মেহেদী হাসান মাদ্রসার উন্নয়নকল্পে সহযোগীতার আশ্বাস দেন।