কোন গ্রামে বসত কন্যার, কোন গ্রামে বাড়ি?’ ঢালিউড তারকা নুসরাত ফারিয়ার কথা যদি এভাবে কেউ জানতে চায়, বলতে হবে—ইনস্টাগ্রামে। ঢালিউডের অনেকের আগে তিনি বাসা বেঁধেছেন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন সেই গ্রামে তাঁর ‘হাই ডিমান্ড’। সিনেমার পর্দায় আলো নেই, তাতে কী! ফলোয়ারদের স্মার্টফোনের পর্দা রঙিন করে রেখেছেন তিনি। ইনস্টা থেকে নিয়মিত ‘মুক্তি’ পাচ্ছে তাঁর গ্ল্যামারাস সব ছবি আর ভ্লগ।