03/15/2025 নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- কে,এম আলী
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২০ ১৭:৪২
অভয়নগর-সহ সারাদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কে,এম আলী।
এসময় তিনি বলেল, প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন, এক এক করে জীবন থেকে হারিয়ে যায় মূল্যবান এক একটি বছর। ২০২০ সন এসেছিলো পৃথিবী জুরে এক মহামারী পরিস্থিতি নিয়ে। পুরনো বছরকে পেছনে ফেলে ২০২১ সাল মহামারী দূর করে পৃথিবীর বুকে নিয়ে আসুক এক শান্তিপুর্ন বছর। চিরায়িত নিয়মে ক্যালেন্ডার পাল্টে গিয়ে আগমন হয় নতুন বছরের,নতুন দিনের নতুন কিছু পাবার,দেখার,জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা। তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই আমরা,স্বপ্ন দেখি নতুন দিনের । প্রত্যয়,আশা,ভালবাসা,আবেগ,অনুভূতি, অভিমান,সংশয় ,দুঃখ, বেদনা,ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমাদের সবাইকে। ২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নিয়ে যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক,এই শুভ কামনায় সকলকে -২০২১ সালের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।