03/15/2025 ডা. শামারুখ স্মরণে শীতার্তদের মাঝে তিন দিনব্যাপী কম্বল বিতরণ
ডা. শামারুখ স্মরণে শীতার্তদের মাঝে তিন দিনব্যাপী কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২০ ০১:২২
বিশেষ প্রতিনিধি।।
ডা. শামারুখ মাহজাবীন স্মরণে শীতার্তদের মাঝে প্রথম পর্বের তিন দিনব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে।
ডা. শামারুখ কল্যাণ ফাউন্ডেশনের সহায়তায় যশোর মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের শৈলী গ্রামের ৫০ জন প্রবীণের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে তিন দিনব্যাপী এ কর্মসূচি সমাপ্ত হয়।
এরআগে ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২০ যশোর পৌর এলাকার শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
চলতি বছর কম্বল বিতরণ কর্মসূচির প্রথম পর্বের সমাপনী দিন ২৯ ডিসেম্বর ২০২০ বিকেলে নবচেতনা মণিরামপুরের আয়োজনে শৈলী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডা. শামারুখ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
সভাপতিত্ব করেন হরিহরগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান।
অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশিদ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু, যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস ও বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদ যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ বসু, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমন ধর, নবচেতনা মণিরামপুরের উপদেষ্টা মিলন চ্যাটার্জী, আইডিইবি যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক সাইদুর রহমান শান্ত, সদস্য কামরুজ্জামান, জাফরিন ফেরদৌসী প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন নবচেতনা মণিরামপুরের সভাপতি শহিদুজ্জামান মিলন,
সঞ্চালনা করেন নবচেতনা মণিরামপুরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
ডা. শামারুখ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ডা. শামারুখ মাহজাবীন শামাকে ২০১৪ সালের ১৩ নভেম্বর ঢাকায় শশুরবাড়িতে মারা যান। তবে তার এই মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু নয় তাকে হত্যা করা হয়েছে। কিন্তু উচ্চ আদালতে এই বিচারের রায় ঘোষণা করা হয়েছে আত্মহত্যা বলে, সুতরাং ন্যায় বিচার হয়নি।
তিনি আরো বলেন, হত্যার শিকার শামারুখের আত্মার শান্তি কামনায় ডা. শামারুখ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়, দুঃস্থ ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশু ও প্রবীণদের মাঝে নানা সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের এমন কার্যক্রমের ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে; যা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিউজ টি শেয়ার করার অনুরোধ রইল