কেশবপুর প্রতিনিধি।।
যশোরের কেশবপুর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, পাঁজিয়া ইউ.পি সাবেক সদস্য মরহুম আকবর হোসেন অাকু,র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অাওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খান, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সিরাজুল, ইসলাম, শ্রমিক নেতা আসুতোষ বিশ্বাস, প্রদীপ ব্যানার্জী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম. এ হালিম, প্রভাষক ও লেখক তাপস মজুমদার প্রমুখ, সাংবাদিক অলিয়ার রহমান, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদুল হাসান। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বিল্লাহ হোসেন।