04/20/2025 মণিরামপুর ৮৯ শতক খাস জমি উদ্ধার: নির্মাণ হবে ভূমিহীনদের জন্য ৩৬টি পাকা ঘর
মণিরামপুর ৮৯ শতক খাস জমি উদ্ধার: নির্মাণ হবে ভূমিহীনদের জন্য ৩৬টি পাকা ঘর
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২০ ১৩:০০
বিশেষ প্রতিনিধি।।মণিরামপুরে এক মৌজায় ৮৯ শতক খাস জমি উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি)। গত সোমবার দিনভর উপস্থিত থেকে সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ কাশিমনগর ইউপির শিরালী মৌজা থেকে এই জমি উদ্ধার করেন। এসময় খাসজমির সীমানায় লাল নিশান পুঁতে দেওয়া হয়েছে। এসিল্যান্ড পলাশ দেবনাথ বলেন, কাশিমনগর ইউপির শিরালী মৌজায় পাশাপাশি ৮৯ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। জমিগুলো স্থানীয় প্রভাবশালীরা এতদিন দখল করে রেখেছিলেন। কোনো প্রকার বল প্রয়োগ না করেই কৌশলে তাদের দখল থেকে জমি উদ্ধার করা হয়েছে। ওই জমিতে ভূমিহীনদের জন্য ৩৬টি পাকা ঘর নির্মাণ করা হবে। এদিকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি 'গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্প'র আওতায় উপজেলার হাজরাইল ও মাছনা এলাকায় খাসজমি উদ্ধার করে ১০০টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় উপজেলায় মোট ২৬২টি ঘর নির্মাণ হবে।