04/20/2025 পুলিশের বিশেষ অভিযানে ১১১টি মোটরসাইকেল আটক, মামলা ১০
পুলিশের বিশেষ অভিযানে ১১১টি মোটরসাইকেল আটক, মামলা ১০
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২০ ০২:১৬
স্টাফ রিপোর্টার।।
রেজিষ্ট্রেশন, ড্রাইভিং, ইন্স্যরেন্স লাইসেন্স এবং হেলমেট না থাকায় যশোরের মনিরামপুরে ১১১ টি মোটরসাইকেল আটক করা হয়েছে।আর এ ঘটনায় মামলা করা হয়েছে ১০ টি। যশোরের ট্রাফিক পুলিশ বুধবার দিনভর মনিরামপুর পৌরশহরের বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালনা করেন।
মনিরামপুর থানার পরিদর্শক(সার্বিক) রফিকুল ইসলাম জানান, যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক(টিআই) গোলাম মোস্তফা এবং টিএসআই জাহিদ হোসেন মাসুমের নেতৃত্বে বুধবার পৌরশহরের রাজগঞ্জ মোড়, কেন্দ্রীয় মসজিদের সামনেসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক পুলিশের পরিদর্শক(টিআই) গোলাম মোস্তফা জানান, দিনভর বিশেষ অভিযানে বৈধ কাগজপত্র বিহিন ১১১ টি মোটরসাইকেল আটক করা হয়। আর এ ঘটনায় মামলা করা হয়েছে মোট ১০ টি। তিনি আরো জানান, বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।