04/20/2025 যশোরে ঘেরের মাটি কেটে সরকারী খাল ভরাট, কৃষকেদের অভিযোগ
যশোরে ঘেরের মাটি কেটে সরকারী খাল ভরাট, কৃষকেদের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২০ ১৭:৩০
এম ওয়াজেদ আলী কুয়াদা (যশোর) প্রতিনিধি।। যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড খরিচাডাঙ্গা বিলপাড়া ব্রিজ সংলঙ্গে ঘেরের মালিক মৃত নুর মোহাম্মাদ ছেলে অানিচুর রহমান তার বাড়ী যশোর চাঁচড়া ডাল মিলে সংলগ্নে এক ব্যক্তি তার ঘের খনন করে মাটি গুলো সরকারি নদী খাল ভরাট করছে বলে এলাকার কৃষকদের অভিযোগ।
জানা যায়, খরিচাডাঙ্গা, কামাল পুর, সিরাজসিঙ্গা গ্রামের কৃষকের শত শত বিঘা চাষের জমি রয়েছে। প্রতি বছর কৃষকরা তাদের জমিতে চাষাবাদ করে আসছে। কিন্তু বর্তমান এলাকার কৃষকরা তাদের জমির ফসল ঠিক মতো করতে পারবে কিনা বা তাদের জমির ফসল উৎপাদন করে ঘরে আনতে পারবে কিনা এই নিয়ে কৃষকরা হতাশায় ভুগছেন। এই বিষয় এলাকাবাসী অাক্কেপ করে বলেন,এই ঘের মালিক অানিচুর রহমান কোন নিয়ম নীতি তোক্কা না করেত কি ভাবে নিজের ঘেরের মাটি কেটে সরকারী নদী খাল ভরাট করছে এর খুটির জোর কোথায়। কৃষকরা অারো বলেন, অামরা যদি আামাদের জমিতে ধান রোপণ করে, তা ঠিক মতো চাষাবাদ করে জমির ফসল ঘরে আনতে না পারি তাহলে আমাদের পরিবার নিয়ে পথে বসতে হবে। আামাদের জমি একমাত্র পানি প্রবাহিত হওয়ার পথই হলো এ নদীখাল তা যদি ঠিক মতো পানি প্রবাহিত হতে না পারে তাহলে আমরা কিভাবে আমাদের কৃষি জমি চাষ করবো এই নিয়ে কৃষকদের পরিবারের মধ্যে অালোচনা সমচোলনার ঝড় বইছে। এ বিষয় এলাকার কৃষকদের দাবী অভিলল্বে কৃষকদের জমির চাষাবাদ করে তা ঠিক মতো ফসল উৎপাদন করতে পারে এবং নদী খাল পূর্ণ সংস্কারের জোর দাবী জানান।