03/14/2025 জনগণের সাথে মিশে কাজ করতে চাই আব্দুল্লাহ আল মামুন মন্ডল
জনগণের সাথে মিশে কাজ করতে চাই আব্দুল্লাহ আল মামুন মন্ডল
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২০ ১১:৪২
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী।। দিনরাত ২৪ ঘন্টা সেবা করে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর সিটি কর্পোরেশনের সম্ভব্য মেয়র পদপ্রার্থী আলহাজ¦ আব্দুল্লাহ আল মামুন মন্ডল। গাজীপুরের মাটি ও মানুষের সেবক হয়ে কাজ করতে চান। আগামী সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের উন্নয়নে জনগণের উন্নয়নে সবাইকে এক হয়ে বঙ্গবন্ধুর আদর্শে কাজ করতে হবে। তিনি রাতদিন ছুটে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড এলাকায়।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদ নিয়ে নৌকা প্রতীক নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে গাজীপুর সিটি কর্পোরেশনকে বাংলাদেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিটি কর্পোরেশন হিসেবে রূপান্তরিত করবো।
তিনি আরো বলেন, আমি আপনাদের সেবক এবং চাকর হয়ে জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আপনাদের জন্য কাজ করে যাবো। বিজয়ের মাসে মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণকে বিজয়ের শুভেচ্ছা জানান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনসহ দেশবাসীর জন্য দোয়া কামনা করেন।