03/14/2025 যশোর বিমান বন্দরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান
যশোর বিমান বন্দরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২০ ১৭:২৭
বিশেষ প্রতিনিধি।।
ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ও আর্চারি ক্লাবের সহঃ সভাপতি জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) যশোর বিমান বন্দরে আগমন উপলক্ষে পুলিশ সুপার যশোরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ ১৯শে ডিসেম্বর ২০২০ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় নড়াইল জেলায় বাংলাদেশ পুলিশ কাবাডি ও আর্চারি ক্লাবের অনুশীলন সরেজমিনে পরিদর্শনের লক্ষে ঢাকা হতে বিমান যোগে যশোর বিমান বন্দরে অবস্থান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ও আর্চারি ক্লাবের সহঃ সভাপতি জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।
এসময় তাকে যশোর বিমান বন্দরে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব এ কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি( অপারেশন্স্ এন্ড ক্রাইম ), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর, জনাব জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল, যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকতাগণ।