03/14/2025 কুমারখালীতে ইট বালু টানা ট্রাক্টর চাপায় ১ শিশুর মর্মান্তিক মৃত্যু
কুমারখালীতে ইট বালু টানা ট্রাক্টর চাপায় ১ শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২০ ১৮:৪৩
মোঃ সবুজ হোসেন, কুষ্টিয়া।।
কুষ্টিয়া কুমারখালীতে KBC ভাটার ইট বালু টানা অবৈধ ট্রাক্টর গাড়ী চাপায় ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অপর শিশুর অবস্থা আশংকাজনক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর২০২০) সকাল ১০ টার দিকে উপজেলার বুজরুখ বাঁখই আনছার ভিডিপি ক্লাবের পানির ট্যাংকির সামনে এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নন্দলালপুর ইউনিয়নের বাঁখই ইসলামপুর গ্রামের নয়নের ছেলে ৩য় শ্রেনীর ছাত্র হৃদয় (১০) ও ফজলুর ছেলে ২য় শ্রেনীর ছাত্র সবুজ (৯)।
স্থানীয়রা জানান, হৃদয় ও সবুজ দুই জন বাইসাইকেলে খালার বাসা থেকে আসার সময়, বুজরুখ বাঁখই আনছার ভিডিপি ক্লাবের পানির ট্যাংকির সামনে থেকে, KBC ইটের ভাটার ইট বালুটানা অবৈধ গাড়ি নিয়ে রবিউল শেখের ছেলে আজিজুল শেখ (২১) বেপরোয়া গতিতে ট্রাক্টর তাদের চাপা দিয়ে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। আহত শিশুদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে হৃদয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া থেকে রাজশাহী নেবার পথে মারা যায়। এবং অপর শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থাও আশংকাজনক। জানা যায় শিলাইদহ ইউনিয়নে ১১ টি ইটভাটার কারণে ইট বালুটানা অবৈধ ট্রাক্টর পরিমাণ বেশি হওয়াতে শিশুদের প্রাণ কেড়ে নেয় মাঝে মধ্যে এই ঘটনা ঘটে বলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে গাড়ি চাপা দেবার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেবার এক পর্যায়ে ঢাকা নেবার পথে বিকেলের দিকে মারা গেছে। চালক পলাতক রয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।