03/14/2025 মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের মহান বিজয়ের আলোচনাসভা
মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের মহান বিজয়ের আলোচনাসভা
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২০ ১৩:০৫
নূরুল হক, মনিরামপুর।।
মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় পালিত হয়েছে। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি পূষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহ্াজ্জ্ব কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগনেতা শিপন সরদার এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, সাবেক উপজেলা আওয়ামীলীগনেতা উত্তম মিত্র, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, হরিদাসকাটি ইউনয়িন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা শোভাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ/সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।