03/14/2025 হাকিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় সভাপতিকে ফুল দিয়ে বরণ
হাকিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় সভাপতিকে ফুল দিয়ে বরণ
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২০ ০৮:৪২
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥ যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও সভাপতিকে ফুল দিয়ে বরণ। শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে হাকিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি যুবলীগ নেতা সোহেল রানা'র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আশোক কুমার এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সস্পাদক শহিদুল ইসলাম, যুবলীগের সভাপতি দিপংকর হালদার, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ফ্রেস সিমেন্টের নাটোর জেলা ব্যবস্থাপক সমাজ সেবক মো. ইকবাল হাসান শাহিন, শিক্ষক মহেন্দ্র নাথ সরকার, আব্দুল জলিল, আব্দুল কাদের, ইউপি সদস্য কাজী মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, ময়না, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার সরকার। এছাড়া আরো উপস্থিত ছিলেন- নতুন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক সদস্যসহ এলাকার সুধিজন ও বিদ্যালয়ের সকল শিক্ষক/ কর্মচারীবৃন্দ। এসময় সভাপতি সোহেল রানা বলেন, আমাদের নতুন প্রজন্মকে কেবল শিক্ষিত করে তুললেই হবে না, তারা যেন মাদক বা জঙ্গিবাদের মতো সর্বনাশা কর্মকান্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের আরও সর্তক হতে হবে। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে, বিশেষ করে মায়েদের। আপনার সন্তান এখন কাদার দলা যেভাবে গড়বেন, সেভাবে গড়বে। তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের আমরা বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। অনুষ্ঠানের শুরুতেই হাকিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার সরকার নতুন সভাপতি সোহেল রানাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এরপর পর্যায়ক্রমে বিদ্যালয়ের সকল শিক্ষকর উপস্থিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।