1972
04/20/2025
টঙ্গীতে আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
টঙ্গীতে আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর ২০২০ ১৩:২০
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর সংবাদদাতা।।
টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খানের নির্দেশে ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহযোগী সংগঠনের উদ্যোগে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল মঙ্গলবার ট্গী বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি টঙ্গী বাজার চেয়ারম্যান বাড়ি রোড থেকে শুরু করে ৫৭নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গরুহাটা এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল বাছেদ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজহারুল ইসলাম বেপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মো: ওসমান আলী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ¦ কাজী মো: সেলিম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আজমত খান, ৫৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার, আফিল উদ্দিন খান, সুলতান গাজী, শাহজাহান তপন, তোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন, আমির হোসেন চৌধুরী, যুবলীগ নেতা মোজাম্মেল হোসেন মোজাহার, রফিকুল ইসলাম, মো: আলী মিয়া, নূরুল আলম, সিরাজ মিয়া, ইউনুস আলী, হাসান লাভলু, ছাত্রলীগ নেতা ইমরান খান হৃদয়, মহিলা আওয়ামীলীগ নেত্রী সুনিয়া খান, শিল্পী বেগম প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]