03/14/2025 রাজগঞ্জে দোকান ভাংচুর করে নগদ অর্থ লুট, আহত-৫
রাজগঞ্জে দোকান ভাংচুর করে নগদ অর্থ লুট, আহত-৫
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর ২০২০ ১২:২৩
বিশেষ প্রতিনিধি।।
মণিরামপুরের রাজগঞ্জে এক মুদি ও চায়ের দোকানে অতর্কিত হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে নারী পুরুষসহ কয়েক জনকে বেধড়ক মারপিটে আহত করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে কয়েক যুবক। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, মণিরামপুর উপজেলার রাজগঞ্জের রামনাথপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রফিকুল ইসলামের মুদি ও চায়ের দোকানে মঙ্গলবার সকাল সাতটার দিকে কয়েক জন কাস্টমার চা পান করছিল। এ সময় পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জলিল, জাহাঙ্গীর, মুসা, পীর ও মতলেব অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে নারী পুরুষ সহ ৫ জনকে আহত করে এবং দোকান ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার মালামাল নষ্ট করে ও নগদ ১ লাখ ৬০হাজার টাকা লুট করে নিয়ে যায়।
আহতরা হলেন তাসলিমা, কোহিনুর, কাফি, দোকানদার সেলিম ও কাবুল। গুরুতর আহত তাসলিমাকে তাৎক্ষনিক মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দোকানদার রফিকুল ইসলাম বাদী হয়ে হামলাকারী ৫ জনকে আসামী করে মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছে। থানার এস.আই মহসীন কবির ও এস.আই মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।