03/13/2025 মনিরামপুরের মাসুম বিল্লাহ নামে এক মাদ্রাসার শিক্ষক তিনপদে চাকরি করছেন
মনিরামপুরের মাসুম বিল্লাহ নামে এক মাদ্রাসার শিক্ষক তিনপদে চাকরি করছেন
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২০ ১৩:২৬
মনিরামপুর প্রতিনিধি।।
যশোরের মনিরামপুর উপজেলার ধলিগাতী-সুন্দলপুর আলিম মাদ্রাসায় মাসুম বিল্লাহ নামে এক শিক্ষক তিন পদে চাকরি করে আসছেন। মাসুম বিল্লাহ ২০০৪ সালে যোগদান করেন আরবি প্রভাষক পদে। ২০১২ সালে তাকে আবার নিয়োগ দেয়া হয় সহকারি সুপার পদে। কিন্তু পুর্বের পদ থেকে তিনি পদত্যাগ না করেই সহকারি সুপার পদে যোগদান করেন। শুধু তাই নয়, কোনপ্রকার নিয়োগ ছাড়াই একই বছরে তিনি এমপিওভূক্ত হন সহকারি মৌলভী হিসেবে। সেই থেকে তিনি এখনও তিনপদে বহাল তবিয়াতে চাকরি করে যাচ্ছেন। অভিযোগ রয়েছে মাদ্রাসার অধ্যক্ষ এসএম এ ওয়াদুদের কারসাজিতে এমন অসাধ্য কাজটি সাধন হয়েছে।
জানাযায়, উপজেলার হুরগাতী গ্রামের আবদুল কাদেরের ছেলে মাসুম বিল্লাহ ধলিগাতী-সুন্দলপুর আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক পদে যোগদান করেন ২০০৪ সালে। সেই থেকে তিনি প্রভাষক হিসেবে চাকরি করে আসছেন। কিন্তু এমপিওভূক্ত না হওয়াই কর্তৃপক্ষ ২০১২ সালে দাখিল সেকশনে সহসুপার হিসেবে নিয়োগ দেন মাসুম বিল্লাহকে। কিন্তু অভিযোগ রয়েছে আরবি প্রভাষক পদ থেকে তিনি পদত্যাগ না করেই সহসুপার পদে যোগদান করেন। পরবর্তিতে সহসুপার হিসেবে এমপিওভূক্ত করতে মাসুম বিল্লাহর কাগজপত্র ডিজিতে(মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর) প্রেরন করেন অধ্যক্ষ এসএম এ ওয়াদুদ। কিন্তু মাসুম বিল্লাহ এমপিওভূক্ত হন সহকারি মৌলভী শিক্ষক হিসেবে। অভিযোগ রয়েছে মাসুম বিল্লাহকে দ্বিতীয়বার সহসুপার পদে নিয়োগ করা হলেও তাকে মৌলভী শিক্ষক হিসেবে কোন নিয়োগ দেয়া হয়নি। এ ক্ষেত্রে মাসুম বিল্লাহর দাবি, অধ্যক্ষ ওয়াদুদ সহসুপার হিসেবে তাকে এমপিওভূক্ত করতে ব্যর্থ হন। পরে অধ্যক্ষ তাকে সহকারি মৌলভী পদে এমপিওভূক্ত করান।সেই থেকে মাসুম বিল্লাহ সহকারি মৌলভী হিসেবে সরকারি বেতনভাতা উত্তোলন করে আসছেন। পাশাপাশি তিনি এখনও আরবি প্রভাষক হিসেবেও ক্লাশ নিচ্ছেন। এক্ষেত্রে অধ্যক্ষ এসএম এ ওয়াদুদ জানান, দীর্ঘদিন চাকরি করার পর এমপিওভূক্ত না হওয়ায় আরবি প্রভাষক মাসুম বিল্লাহকে দাখিল পর্যায়ে সহসুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু অভিজ্ঞতা না থাকায় মাসুম বিল্লাহকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহকারি মৌলভী হিসেবে এমপিওভূক্ত করেন। সেই থেকে মাসুম বিল্লাহ অতিরিক্ত মৌলভী শিক্ষকেরও দায়িত্ব পালন করছেন। তবে মাসুম বিল্লাহকে মৌলভী শিক্ষক পদে কোন নিয়োগ দেননি কর্তৃপক্ষ। গভর্নিং বডির সভাপতি আবদুর রশিদ জানান, আলিম সেকশন এমপিওভূক্ত হলে মাসুম বিল্লাহ অরবি প্রভাষক হিসেবে এমপিওভূক্ত হবেন। তবে তাকে সহকারি সহকারি মৌলভী পদে নিয়োগ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র জানান, নিয়োগ ছাড়া তাকে কি ভাবে মৌলভী শিক্ষক হিসেবে এমপিওভূক্ত করা হলো তা তার বোধগম্য নয়। তবে এ অভিযোগ পাওয়া গেলে তিনি তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নিবেন।