12/29/2025 মনিরামপুরে সাংবাদিকদের সাথে জাপা প্রার্থী হালিমের মতবিনিময়
সমসাময়িক
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩২
মোঃ শাহ্ জালাল।। যশোরের মনিরামপুর প্রেসক্লাবে রোববার দুপুরে জাতীয় পার্টি(জিএম কাদের)র মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমএ হালিম। উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমএ হালিম নিজেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৫(মনিরামপুর) আসনে জাপার লাঙ্গল প্রতিকের প্রার্থী হিসেবে দাবি করে বলেন, আমার দল ছোট হলেও আমি দলিয় সিদ্ধান্তে প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে যাবো। নির্বাচনে বিজয়ী হলে তিনি ভবদহ সমস্যার স্থায়ী সামাধানসহ এলাকার সার্বিক উন্নয়নে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। নির্বাচনে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মত বিনিময় কালে তার সাথে উপস্থিত ছিলেন পৌর জাপার সভাপতি আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।