12/21/2025 বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল ৪০জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
সমসাময়িক
২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬
মোঃ শাহ্ জালাল।। সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলা শাখা।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে মনিরামপুর ফাজিল (ডিগ্রি) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের মনিরামপুর উপজেলার সভাপতি এস.এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক কালের কন্ঠের মনিরামপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ বাবুল আকতারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন।
তিনি বলেন, নারীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজে টেকসই পরিবর্তন আসে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু এবং মনিরামপুর ফাজিল (ডিগ্রি) মাদরাসার সভাপতি ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মুহিব বুল্ল্যাহ, অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ্, বসুন্ধরা শুভসংঘের কেশবপুরের সভাপতি শফি খন্দকার, সাধারণ সম্পাদক অসীম কুমার ঘোষ, মনিরামপুর বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ, দর্জি প্রশিক্ষক মেহেজাবিন রীতা
দৈনিক কালের কণ্ঠের কেশবপুর উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম খানসহ বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মকর্তারা।
বক্তারা বলেন, সেলাই মেশিন শুধু একটি উপকরণ নয়—এটি নারীদের স্বপ্ন, আত্মসম্মান ও স্বাবলম্বী জীবনের পথচলার প্রতীক। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের নারী উন্নয়ন, শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ অসংখ্য মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিতভাবে কাজ করছে। নারীদের অর্থনৈতিকভাবে দাঁড় করাতে এই উদ্যোগ আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ।
প্রশিক্ষণপ্রাপ্ত ইশরাত জাহান মুক্তি আবেগঘন কণ্ঠে বলেন, এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন আমাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এখন আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো। অনুষ্ঠান জুড়ে নারীদের মুখে ছিল আনন্দ ও স্বাবলম্বী হওয়ার প্রত্যয়। বসুন্ধরা শুভসংঘের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে আরও নারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে।