12/16/2025 মনিরামপুর ৪নং দূর্গাপুর ওয়ার্ডের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতায় দোয়া মাহফিল
সমসাময়িক
১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮
মোঃ শাহ্ জালাল মনিরামপুর (যশোর)।।মনিরামপুর ৪নং দূর্গাপুর ওয়ার্ডের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতায় দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার সময় মনিরামপুর পৌর শহরের পাইকারি কাঁচাবাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বিএনপির মনোনীত প্রার্থী শহীদ ইকবাল হোসেন নেতাকর্মীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতায় দোয়া চেয়ে আহবান জানান, সকল ভূলবুঝাবুঝির অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে হবে।
আলোচনা সভায় ৪নং দূর্গাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তালেব মোল্যার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, আব্দুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আফসার উদ্দিন, আসলাম হোসেন, জাহাঙ্গীর বিশ্বাস, আবুল হোসেন, মজিদ গাজী প্রমুখ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।