12/11/2025 মণিরামপুরে মোবাইল কোর্টে জরিমানা
সমসাময়িক
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১
নিজস্ব প্রতিবেদক।। যশোরের মণিরামপুর ৯ ডিসেম্বর, মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটে বাজারে ভোক্তা অধিকার ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
বিএসটিআই যশোর আঞ্চলিক অফিসের পরিদর্শক মো. রাকিব ইসলামের অভিযোগের ভিত্তিতে মেসার্স আল-আমিন বেকারির মালিক মো. কামাল হোসেন (৫৩), পিতা: মৃত হারুন অর-রশিদকে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিএসটিআই লোগোসহ তারিখবিহীন বেকারি পণ্য সংরক্ষণের অভিযোগে ওজন ও পরিমাপ (মানদণ্ড) আইন, ২০১৮ অনুযায়ী ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের অপরাধে মালিক শিশির কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়। সাধন সুইটসের মালিক সাধন কুমার ঘোষকে অনিয়মের জন্য সতর্ক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় মণিরামপুর থানার একদল পুলিশ সদস্য অংশ নেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।