11/27/2025 মনিরামপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন সম্রাট হোসেন
নিউজ ডেস্ক।
২৬ নভেম্বর ২০২৫ ২১:১৯
নিউজ ডেস্ক।। যশোরের মনিরামপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন সম্রাট হোসেন। তিনি এর আগে ঢাকা ওয়াসা (WASA)-তে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা ও সেবামুখী মনোভাবের জন্য পরিচিত সম্রাট হোসেনকে মনিরামপুরের উন্নয়ন ও সুশাসনের জন্য ‘শুভসংবাদ’ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁর যোগদানের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা জানানো হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কর্মস্থলে যোগদানের পর সম্রাট হোসেন মনিরামপুরে সুশাসন প্রতিষ্ঠা, জনসেবামুখী কার্যক্রম বৃদ্ধি এবং উন্নয়নকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবেন।