11/24/2025 মনিরামপুরে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
মনিরামপুর প্রতিনিধি।।
২৪ নভেম্বর ২০২৫ ১৯:২৬
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। আমন মৌসুমে যশোরের মনিরামপুরে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে মনিরামপুর খাদ্য গুদামে আয়োজিত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি নির্বাহী অফিসার নিশাত তামান্না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আকতার বিথি, খাদ্য গুদামের অফিসার ইনচার্জ(ওসিএলএজডি) পলাশ আহমেদ, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাফায়েত হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, চালকল মালিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, প্রতিদিনের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম সাকিব প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন জানান, চলতি আমন মৌসুমে ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ১৩০ মে.টন এবং চাল এক হাজার ২৩৮ মে.টন। কৃষকের কাাছ থেকে প্রতিকেজি ধান কেনা হবে ৩৪ টাকা এবং মিলারের কাছ থেকে চাল কেনা হবে ৫০ টাকা হারে। ২৪ নভেম্বর সংগ্রহের উদ্বোধন শুরু হয়ে আগামি বছর ২৬ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে। এছাড়া চাল সরবরাহের জন্য ২৯ জন মিলারের মধ্যে এ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন মাত্র চারজন।